মা
কায়েস মাহাবুব (সাকিব)
———————————
মা! মা মানে ভোরবেলায়
না ওঠলেই বকুনি,
সোজা পথে না হাঁটলে
শুরু হবে পিটুনি।
জীবনের প্রথম শিক্ষক তুমি
করেছো আদর-শাসন,
ভুল পথে দিয়েছি পা
করেছো তুমি বারণ।
দশ-মাস গর্ভে,প্রসববেদনা
সয়ে গেলে হাসি মুখে।
অসুস্থ হলে ঘুম আসেনা
দুঃখিনী মায়ের চোখে।
মোদের মঙ্গল কামনায়
তুমি থাকো দিবা-রাত,
জ্বালা-যাতনা সহ্য করো
করোনা কখনো প্রতিবাদ।
হাসির আড়ালে কষ্ট লুকিয়েছো
দেখেছি আমি বারংবার,
ঠিক আছি,কিছু হয়নি
মিথ্যে বলেছো শতবার।
তোমার দীক্ষায় করেছি
সত্যকে বুকে ধারণ,
নীতি-ন্যায়ে অবিচল থেকে
বেঁচে থাকবো আজীবন।
শয়নে-স্বপনে অনুভবে শুধু
তোমার স্পর্শের হাত,
তোমার তরে সকল সুখ
তোমার পায়ে জান্নাত।
মা
কায়েস মাহাবুব (সাকিব)
২য় বর্ষ,ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স,
রাজশাহী বিশ্ববিদ্যালয়।
প্রকাশিত: বর্ণালী মাসিক ম্যাগাজিন (১ম সংখ্যা)
More Stories
চন্দ্রবোড়া সাপ কামড়ালে কি করা উচিত
সাপ্তাহিক চাকরির খবর ২০২৪
রাসেল ভাইপার কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে