মাঝে মাঝে তব দেখা পাই
মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাইনা
কেন মেঘ আসে হ্রদয় আকাশে তোমারে দেখিতে দেয় না
মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না
অন্ধ করে রাখে তোমারে দেখিতে না।।
ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে
হারাই হারাই সদা ভয় হয় হারাইয়া ফেলি চকিতে
আশ না মিটিতে হারাইয়া পলক না পড়িতে হারাইয়া
হৃদয় না জুড়াতে হারাইয়া ফেলি চকিতে।।
কি করিলে বলো পাইব তোমারে রাখিব আখিতে আঁখিতে
এতো প্রেম আমি কোথা পাবো নাথ তোমারে হ্রদয়ে রাখিতে
আমার সাধ্য কিবা তোমারে
দয়া না করিলে কে পারে
তুমি আপনি না এলে কে পারে হৃদয় রাখিতে।।
আর কারো পানে চাহিব না আর করিব হে আমি প্রাণপণ
তুমি যদি বল এখনি করিব বিষয় বাসনা বিসর্জন।।
দিব শ্রীচরণে বিষয় দিব অকাতরে বিষয় দিব তোমার লাগি
বিষয় বাসনা বিসর্জন।।
মাঝে মাঝে তব দেখা পাই
মাঘ ১২৯১ (১৮৮৫)
More Stories
Clip Art Banner of Papiya Sawar
চন্দ্রবোড়া সাপ কামড়ালে কি করা উচিত
সাপ্তাহিক চাকরির খবর ২০২৪