মৃত্যু উপত্যকা

মৃত্যু উপত্যকা

Spread the love

মৃত্যু উপত্যকা

মোঃ মাহবুবুর আলম
—————————-
হাজার বছর ধরে ছুটে চলেছি মৃত্যু উপত্যকায়,
দৈনিক শত মায়ের আহাজারি,
জানান দেয় পৌছে গেছি সে ঠিকানায়।
কাল সাগর, রুনি,নুসরাত
আর আজ আবরার,
মৃত্যুর উল্লাস ধ্বনি তুলে হায়নাদের জয় জয়কার।
এ মোর শান্ত শিষ্ট সোনার বাংলায়,
আর কত খালি হবে
হাজারো বুক অঝোর কান্নায়?
চারিদিকে জমেছে দেখ হাজারো লাশের স্তূপ,
গন্ধ মোর নাকে লাগলেই অপেক্ষা মৃত্যুর কূপ।
তারা হায়েনা,তারা খুনি,তারা ধর্ষক
তুমি, আমি, আমরা নীরব দর্শক।
আমার মাথায় ভর্তি শিক্ষা,
হৃদয়ে কোন শিক্ষা নাই।
ডিগ্রিধারী মানুষ আমি
মনুষ্যত্বের বড্ড অভাব ভাই।

হায়না রুখতে আমরা যদি হই বৃথায়,
শুভেচ্ছা স্বাগতম তোমাকেও এ মৃত্যু উপত্যকায়।
আজ সে,কাল অামি,পরশু তুমি,
একে একে লাশে ভারী হবে
মৃত্যু উপত্যকার রক্তাক্ত ভূমি।

মৃত্যু উপত্যকা
মৃত্যু উপত্যকা

মৃত্যু উপত্যকা

মোঃ মাহবুবুর আলম
ভেটেরিনারি অনুষদ,
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

প্রকাশিত: বর্ণালী মাসিক ম্যাগাজিন (১ম সংখ্যা)

বর্ণালী মাসিক ম্যাগাজিন Free Magazines, ২য় সংখ্যা, সেপ্টেম্বর, ২০২০

বর্ণালী-মাসিক-ম্যাগাজিন (Magazines for Free Download) 1st Version

 

Author: Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *