যে গান আমাকে পাগল করে দেয়
রবীন্দ্র সঙ্গীত
অদিতি চক্রবর্তী
মান্না দে গান মানেই পাগল করা গান। গান শুনলে আর কোন কিছুতে মন বসে না। পড়তে বসলে পড়াশুনা বন্ধ হয়ে যায়। গানে বিভোর হয়ে। পৃথিবীতে গান ই একমাত্র এতো হৃদয় গ্রাহী মনকে আকর্ষণ করে যদি তা আপনার মনকে ছুঁয়ে যায়। এমন অনেক গান আছে তার মনে এই একটা গান আমাকে অতীতের দিনগুলোতে নিয়ে যায়।
সোনার এ দিনগুলি জীবনের দিনগুলো ঝরে যায়, যাবে ঝরে…. যাবে ঝরে,(২)
তবুও কি মমতায়, তবুও কি বেদনায় দুহাতে রাখতে চাই ধরে…
সোনার এ দিনগুলি জীবনের দিনগুলো ঝরে যায় যাবে ঝরে…. যাবে ঝরে
তারে ধরাও যায় না, রাখাও যায় না, মায়ার বাধনেঁ তারে বাধাঁও যায় না(২)
যতই সুধা থাক অন্তর ভরে(২)
সোনার এ দিনগুলি জীবনের দিনগুলো ঝরে যায় যাবে ঝরে…. যাবে ঝরে
“কত আশা নিয়ে ভালবাসা দিয়ে এই জীবন সুন্দর হয়, সে ও….
মরিচিকা মনে হয়(2)”(২)
হোক সে মরিচিকা, নয়তো জয়তিকা, ভাগ্যে যা আছে তাইতো হয় লিখা (২)
সব মেনে নিয়ে একদিন যাবো সরে(২)
সোনার এ দিনগুলি জীবনের দিনগুলো ঝরে যায়, যাবে ঝরে…. যাবে ঝরে,(২)
তবুও কি মমতায়, তবুও কি বেদনায় দুহাতে রাখতে চাই ধরে…
সোনার এ দিনগুলি জীবনের দিনগুলো ঝরে যায়, যাবে ঝরে…. যাবে ঝরে,(৩)
More Stories
Clip Art Banner of Papiya Sawar
চন্দ্রবোড়া সাপ কামড়ালে কি করা উচিত
সাপ্তাহিক চাকরির খবর ২০২৪