লকডাউনে গুগল ডুডলের ফের জনপ্রিয় বাচ্চাদের গেম গার্ডেন নোম
এই লকডাউনে গুগল ডুডল ফের নিয়ে এলো তাদের জনপ্রিয় গেম গার্ডেন নোম, বাচ্চাদের কোডিং গেম। ঘরে বসে খেলুন আর উপভোগ করুন।
গার্ডেন নম গেমটি মূলত একটি ফুলের বাগান তৈরি করার গেম। খুব ই মজার গেম। এই গেমটিতে বাগান তৈরি করার জন্য একসময় জার্মানিতে ব্যবহার করা হত বাগান বামন সেগুলো মাটির তৈরি। আর এগুলো দিয়ে বাগান তৈরি করতে হবে। বিভিন্ন বাগান বামন বিভিন্ন রকমের ফুলের বাগান সাজাতে পারে। শিশুদের জন্য উপভোগের গেম।
গার্ডেন নোম গেমটি খেলুন
কোডিং গেমটিও মজার। এতে শিশুর কোডিং সম্বন্ধে ধারনা আসবে। তার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে গেমটি খেতে হবে। মেধা বিকাশের জন্য দারুণ গেম।
কোডিং গেমটি খেলুন
More Stories
চন্দ্রবোড়া সাপ কামড়ালে কি করা উচিত
সাপ্তাহিক চাকরির খবর ২০২৪
রাসেল ভাইপার কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে