শ্রাবণের ধারার মত

শ্রাবণের ধারার মত পড়ুক ঝরে পড়ুক ঝরে

Spread the love

শ্রাবণের ধারার মত পড়ুক  ঝরে পড়ুক ঝরে

তোমারি সুর টি আমার মুখের পরে বুকের পরে 

পুরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে 

নিশীথের  অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে

নিশিদিন এই জীবনের সুখের পরে দুখের পরে

শ্রাবণের ধারার মত পড়ুক ঝরে পড়ুক ঝরে

যে শাখায় ফুল ফোটে না  ফল ধরে না একেবারে

তোমারি ঐ  বাদল বায়ে দিক জাগায়ে সেই শাখারে

যা কিছু জীর্ণ আমার দীর্ণ আমার জীবন হারা  

তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা

নিশিদিন এই জীবনের তৃষার পরে ভুখের পরে

শ্রাবণের ধারার মত পড়ুক ঝরে পড়ুক ঝরে।।


১৫ ফাল্গুন ১৩২০ ( ১৯১৪)

শ্রাবণের ধারার মত পড়ুক  ঝরে পড়ুক ঝরে (শুনুন)

শ্রাবণের ধারার মত

আমায় ফুলেরা বলল Song Cover: Raman Biswas

অগ্নি বীণা বাজাও তুমি কেমন করে

গান ও লিরিক্স

সকল রবীন্দ্র সঙ্গীত

সকল লালনগীতি

 
Author: Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *