শ্রাবণের ধারার মত পড়ুক ঝরে পড়ুক ঝরে
তোমারি সুর টি আমার মুখের পরে বুকের পরে
পুরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে
নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে
নিশিদিন এই জীবনের সুখের পরে দুখের পরে
শ্রাবণের ধারার মত পড়ুক ঝরে পড়ুক ঝরে
যে শাখায় ফুল ফোটে না ফল ধরে না একেবারে
তোমারি ঐ বাদল বায়ে দিক জাগায়ে সেই শাখারে
যা কিছু জীর্ণ আমার দীর্ণ আমার জীবন হারা
তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা
নিশিদিন এই জীবনের তৃষার পরে ভুখের পরে
শ্রাবণের ধারার মত পড়ুক ঝরে পড়ুক ঝরে।।
১৫ ফাল্গুন ১৩২০ ( ১৯১৪)
শ্রাবণের ধারার মত পড়ুক ঝরে পড়ুক ঝরে (শুনুন)
আমায় ফুলেরা বলল Song Cover: Raman Biswas
অগ্নি বীণা বাজাও তুমি কেমন করে
More Stories
চন্দ্রবোড়া সাপ কামড়ালে কি করা উচিত
সাপ্তাহিক চাকরির খবর ২০২৪
রাসেল ভাইপার কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে