হাসিমুখ || মো: সাব্বির হাসানন
————————–
স্তব্ধতায় ছেয়ে গেছে গোটা শহর..
কোথাও কেউ নেই।
ব্যস্তময় শহরের যান্ত্রিক মানুষ গুলোর দেখা মেলা দায়,
তবু এক দল মানুষকে দেখা যায়
এখান থেকে ওখানে ছুটতে।
কেউ বা অসহায়ের পাশে দাঁড়িয়ে পেয়েছে স্বস্তি আবার কেউ হতে এসেছে ত্রাণ নিয়ে হতে ক্যামেরায় বন্দি।
মোটেও নহে এটা বন্যা দূর্যোগ।
দু’হাত তুলে মুনাজাত ধরি স্রষ্টা তুমি দূর করো করোনা।
শহর হোক পরিপূর্ণ যান্ত্রিকহীন মানুষে।
ভালোবাসায় ঘেরা প্রেমিকের শহর কোথায় যেন অন্তীম লগ্নে।
তাদের আর দেখা হয় না ক্ষণে ক্ষণে।
তবু তাঁরা অবিচ্ছেদ্য মনের আকাশে।
অন্ধকার শেষে আলো আসবে ভেবে
মধ্যবিত্ত আজ কোথায় হারালো?
খোঁজ নেয় নি কেহ হায়!
তবুও রয়েছে তাঁরা লোক লজ্জার ভয়ে
অভাবে-অনাটনে হাসিমুখ।
এ যেন বেঁচে থাকার যুদ্ধ-সংগ্রাম।
যুদ্ধা ডাক্তার লড়ে যায়
কেউ বা অকালে প্রাণ হারায়।
তবু স্বপ্নবাজ স্বপ্ন দেখে,
মুখের মুখোস আকাশে উড়িয়ে
সতেজ নিঃশ্বাসে সবার হাসিমুখ।
মো: সাব্বির হাসান
ব্যবস্থাপনা বিভাগ
ইসলামিয়া সরকারি কলেজ,সিরাজগঞ্জ।
প্রকাশিত: বর্ণালী মাসিক ম্যাগাজিন (১ম সংখ্যা)
More Stories
চন্দ্রবোড়া সাপ কামড়ালে কি করা উচিত
সাপ্তাহিক চাকরির খবর ২০২৪
রাসেল ভাইপার কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে