Colorgeo.com

Disaster and Earth Science

নাইবা ঘুমালে প্রিয় রজনী এখনও বাকি

Spread the love

নাইবা ঘুমালে প্রিয়নাইবা ঘুমালে প্রিয়

নাইবা ঘুমালে প্রিয় রজনী এখনও বাকি

প্রদীপ নিভিয়া যায়

শুধু জেগে থাক তব আঁখি

রজনী এখনও বাকি

এখনও দুয়ার পাশে হেনারও সুরভি আসে

এখনও দুয়ার পাশে হেনার সুরভি আসে

প্রিয়া প্রিয়া বলে ডাকে সাথি হারা কোন পাখি

রজনী এখনও বাকি প্রদীপ নিভিয়া যায় শুধু জেগে থাক তব আঁখি

আকাশের বুকে চাঁদ মোর বুকে তব মুখ জাগে আমি চেয়ে চেয়ে দেখি কারে সুন্দর তর লাগে

এ মধু মাধবি রাতে জেগে রব দুজনাতে জরাবো দুটি হৃদয়ে একটি প্রেমেরও রাখি

NAIBA GHUMALE PRIYO | SAMARJIT ROY | K L SAIGAL | ANUP GHOSHAL |