Colorgeo.com

Disaster and Earth Science

করোনা ভাইরাসের সুপ্তাবস্থা

করোনা ভাইরাস কতো দিন সুপ্ত অবস্থায় থাকতে পারে? মানুষের শরীরে প্রবেশের সাথে সাথেই করোনা ভাইরাস COVID-19 রোগের উপসর্গ দেখা দেয় না। সাধারণত ২- ১৪ দিন পর্যন্ত সুপ্ত অবস্থা থাকে। এই সময়ের মধ্যে শরীরে করোনা ভাইরাস COVID-19 রোগের উপসর্গ দেখা দেবে।

সম্ভব্য রোগমুক্তির সময়কালঃ ০-২৭ দিন

কিছু গবেষণার ফলঃ

যদিও চীনের হুবেই প্রদেশে গত ২২ ফেব্রুয়ারি ২০২০, করোনা ভাইরাসের সুপ্তবস্থা কাল ২৭ দিন পর্যন্ত প্রমাণ  পাওয়া গেছে।

অন্যও এক গবেষণায় দেখা গিয়েছে যে কভিড-১৯ রোগের সুপ্ত কাল ১৯ দিন।

তবে বিভিন্ন রোগীদের মধ্যে এর তারতম্য হতে পারে।

সাধারণ গড় সুপ্তকালঃ

৩ দিন ( ০-২৪ দিনের ব্যাবধান; ১৩২৪ জন রোগী)

৫.২ দিন ( ৪.১-৭ দিন; ৪২৫ জন রোগী)

 আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে যে, করোনা ভাইরাসের সুপ্তবস্থা কাল ২-১৪ দিন।

করোনা ভাইরাসের সুপ্তাবস্থা কাকে বলে? (Incubation Period):  

একটা সময়কাল যে সময়ের মধ্যে শরীরে করোনা ভাইরাস প্রবেশ করা থেকে শুরু করে কভিড-১৯ রোগের উপসর্গ গুলো প্রকাশ পায়।

করোনা ভাইরাসের সুপ্তাবস্থাঃ

WHO বলেছে  কভিড-১৯ সুপ্তাবস্থা ২-১০ দিন।

China’s National Health Commission (NHC) বলেছে ১০-১৪ দিন।

The United States’ CDC বলেছে কভিড-১৯ সুপ্তাবস্থা ২-১৪ দিন

DXY.cn বলেছে, ৩-৭ দিন সর্বোচ্চ ১৪ দিন।

অন্যান্য ফ্লু ভাইরাসের সাথে সুপ্তকাল এর তুলনাঃ

কভিড-১৯ঃ ২-১৪ দিন অথবা ০-২৪ দিন

SARSঃ ২-৭ দিন

MERSঃ ৫দিন (২-১৪ দিন)

Swine Fluঃ ১-৪ দিন

সাধারণ ফ্লুঃ ২ দিন

পড়ুনঃ

স্বাস্থ্য সেবায় নিয়োজিত কারা করোনা প্রতিরোধী মাস্ক ও পোশাক পরতে পারবে কাদের দরকার নাই

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে যে সব খাবার বাদ দিতে হবে




আরও পড়ুন