ধীরে ধীরে ধীরে বও
ধীরে ধীরে ধীরে বও ওগো উতল হাওয়া
নিশিথিরাতের বাঁশি বাজে শান্ত হও গো শান্ত হও
আমি প্রদীপ শিখা তোমার লাগি ভয়ে ভয়ে একা জাগি
মনের কথা কানে কানে মৃদু মৃদু কও
তোমার দুরের গাঁথা তোমার বনের বানী
ঘরের কোনে দেহো আনি
আমার কিছু কথা আছে ভোরের বেলার তারার কাছে
সেই কথাটি তোমার কানে চুপি চুপি লও।।
ধীরে ধীরে ধীরে বও লিরিক্স
২১ মাঘ ১৩২৯ ( ১৯২৩)
More Stories
চন্দ্রবোড়া সাপ কামড়ালে কি করা উচিত
সাপ্তাহিক চাকরির খবর ২০২৪
রাসেল ভাইপার কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে