সকলের পরিচয় আত্ম প্রসারের আর দুর্বলের স্বস্তি আত্মগোপনে
সফল ব্যক্তি সর্বত্রই সাহসিকতার সাথে সবকিছু মোকাবেলা করতে পারে আত্মবিশ্বাস ও প্রসার এর মধ্য দিয়ে তিনি নিজেকে তুলে ধরার প্রয়াস পান ।পক্ষান্তরে দুর্বল ব্যক্তি আত্মগোপনের মধ্য দিয়ে মুক্তির ব্যর্থ প্রয়াস। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস ।জীবন পুষ্পশয্যা নয় । প্রতি পদে পদে আছে নানামুখী সংকট উত্তরণের পথ এড়িয়ে যাওয়া নয়। মোকাবেলা করা । সারভাইভাল অব দ্য ফিটেস্ট অর্থাৎ যোগ্যতার অধিকারী মানুষ আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা। এটা আমাদের নিজেদের দ্বারাই প্রমাণিত। টিপু সুলতানের জবানে তা ফুটে ওঠে, শিয়ালের মতো হাজার বছর বাঁচার চেয়ে সিংহের মতো একদিন বাঁচাও ভালো। যারা বিশ্বাসী তারা জীবন ও জগতের কল্যাণে স্বল্পায়ু জীবনে কিছু করে যেতে পারে। রেখে যেতে পারে অনাগত মানুষের পথ চলার পাথেয় অনুপ্রেরণা। তারাই পারে জরাগ্রস্থ প্রাচীনের সমাধি পরে বিজয়ের গান রচনা করে নতুনের কেতন উড়াতে। যারা বেঁচে থাকার সংগ্রামে পিছনের কাতারে থেকে কেটে পড়ে তার জীবনের বন্ধুর পথের সংকট মোকাবেলা করতে ভয় পায়। জীবন থেকে পালিয়ে বেঁচে শামুকের নেয় আপন খোলসে থেকে যারা দুর্বল তারা নীরবে জগৎসংসারের ঝামেলা এড়িয়ে আত্মগোপন করে বেঁচে থাকার মধ্যে স্বস্তি খুঁজে নেয়। কিন্তু তারা জানে না নীরবে বেঁচে থাকার নাম জীবন নয়। তাদের বুঝতে হবে দুর্বলদের কেউ মনে রাখেনা জীবিত থেকেও তারা মৃত তাদের জীবন অর্থহীন। তারা কঠিন জীবন সংগ্রামে জয়ী কখনো মরে না বরং আত্মপ্রসাদ মধ্যেই তারা কাল জয়ী। জ্ঞানী নিজেকে মেলে ধরে তার মূর্খ আর মূর্খ নিজেকে লুকিয়ে রাখে। তাই নিজেকে আপনার মধ্যে কুক্ষিগত না রেখে জীবন ও জগতের নিজেকে মেলে ধরার মধ্যে জীবনের প্রকৃত সার্থকতা। পক্ষান্তরে আত্মগোপনে নিজেকে অমর্যাদাকর ও অসম্মানের দিকে ঠেলে দেয়া হয়।