শিক্ষাই জাতির উন্নতির পূর্বশর্ত
মানব জাতির উন্নতি অগ্রগতি ও সমৃদ্ধি নির্ভর করে কার উপর শিক্ষা ব্যতীত একটি জাতি কখনো উন্নতির চরম শিখরে আরোহণ করতে পারে না। ব্যক্তিজীবনে শিক্ষা হল জীবন বিকাশের একটি অপরিহার্য শর্ত। ব্যক্তিজীবনের শিক্ষার প্রভাব জাতীয় জীবনে প্রতিফলিত হয়। একটি জাতির সকল উন্নতির জন্য শিক্ষার গুরুত্ব সর্বাধিক। শিক্ষা ছাড়া জাতির অস্তিত্ব রক্ষা করা কঠিন। শিক্ষার আলোকে জাতীয় জীবন আলোকিত হলে বিশ্বের জ্ঞান-বিজ্ঞানের সাথে পরিচিত হতে পারে। শিক্ষার মাধ্যমে জ্ঞানের রাজ্যে বিচরণ করে জাতি হয়ে ওঠে সমৃদ্ধ। জাতির উন্নতি এই শিক্ষার সাথে সম্পর্কিত কোন জাতিকে শক্তিশালী করার পিছনে একমাত্র শিক্ষাই প্রভাব বিস্তার করে। তাই শিক্ষাকে জাতীয় উন্নতির পূর্ব শর্ত বলে মনে করা হয়। শিক্ষাকে বিবেচনা করা হয় জাতির মেরুদন্ড হিসেবে কারণ যে জাতির শিক্ষিতের হার যত বেশি সে জাতি তত উন্ন। আজকের বিশ্বের সর্বাধিক উন্নত দেশগুলো থেকে নিরক্ষরতার অভিশাপ দূর করা হয়েছে বলে তাদের উন্নতি সম্ভব হয়েছে। জাতীয় জীবনের জন্য শিক্ষার অপরিহার্য তা সম্পর্কে দ্বিমত পোষণ করা যায় না তাই বলা হয়ে থাকে কোন দেশ ও জাতিকে ধ্বংস করতে হলে প্রথমে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। শিক্ষাকে সহজলভ্য করে প্রতিটি মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার উপায় আমাদের উদ্ভাবন করতে হবে। তবে দেশের জনগণ শিক্ষিত হবে আর জনগন শিক্ষিত হলে দেশ ও জাতি উন্নত হবে।