Colorgeo.com

Disaster and Earth Science

যে জন দিবসে মনের হরষে জালায় মোমের বাতি আশু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি

যারা সুসময়ে বিনা প্রয়োজনে সম্পদের অপব্যবহার করে অতি প্রয়োজনীয় খরচ করার মত সামর্থ্য তাদের থাকে না। দিনের বেলায় সূর্যালোকে সমস্ত বিশ্ব আলোকিত হয়ে থাকে কাজেই তখন প্রদীপ জ্বালানোর কোন প্রয়োজন হয় না। দিনের বেলা প্রদীপ জ্বালানোর অপচয় ছাড়া আর কিছুই না। কেউ যদি মনের খেয়ালে দিনের বেলায় মোমবাতি জ্বালানোর মত অর্থের অপচয় করে তাহলে সে অতি শিগগিরই অভাবগ্রস্থ হয়ে পড়বে। এমনকি রাতের অন্ধকারে ও প্রয়োজনে প্রদীপ জ্বালানোর মত ক্ষমতা থাকবে না। তদ্রুপ কোন ব্যক্তি যদি কোন সময় বিনা প্রয়োজনে অর্থের অপচয় করে তার সঞ্চিত অর্থ শেষ করে ফেলে তাহলে তার অমৃত ব্যর্থতার কারণে সে অচিরেই দরিদ্র হয়ে পড়বে। অতি প্রয়োজনে অর্থ ব্যয় করার ক্ষমতা তার আর থাকবে না। পবিত্র কুরআনে বলা হয়েছে অপব্যয় কারী শয়তানের ভাই সুতরাং প্রত্যেক ব্যক্তির মিতব্যয়ী হওয়া উচিত।