অর্থই অনর্থের মূল
অর্থ মানবজীবনে অকল্যাণ হয়ে দাঁড়ায়। জীবনে অর্থই সকল অনর্থের মূল। এ পৃথিবীতে যত ও কল্যাণ সাধিত হচ্ছে তা অনুসন্ধান করলে দেখা যায় তাদের অধিকাংশের মূলে রয়েছে অর্থ। অর্থ কে কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ে রাজায় রাজায় এবং জাতিতে জাতিতে বৈষম্য দেখা দেয়। অর্থের জন্য পিতা-পুত্র স্বামী-স্ত্রীর মধ্যে সংঘাত হয়। অর্থই মানুষের জ্ঞান বিবেক-বুদ্ধি নষ্ট করে অর্থের লোভে দুস্কৃতিকারীরা যেকোনো জঘন্যতম অন্যায় করতে দ্বিধাবোধ করে না। অর্থের লোভে মানুষ চুরি ডাকাতি করে হাইজ্যাক করে মানুষকে নির্বিচারে হত্যা করে। দুনিয়াতে যদি কোনো অর্থের প্রয়োজন না থাকত তবে এসব বিবাদ কিছু হতো না তাই নিঃসন্দেহে বলা যায় অর্থই অনর্থের মূল। অর্থের প্রয়োজন থাকলেও এর কুপ্রভাব মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে জগতের সকল অনর্থের মূল অর্থ।