সৌর ঝড় solar flare ও চুম্বকীয় ঝড় কে একত্রে মহাশূন্য আবহাওয়া বলা হয়।
প্রযুক্তির উন্নতির কারণে মহাশূন্য আবহাওয়া কিছুটা প্রভাবিত হতে পারে। যদিও মহাশূন্য আবহাওয়া ও ভূমিকম্পের সাথে এখন পর্যন্ত কোন সম্পর্ক পাওয়া যায় না। সূর্যের একটি পূর্ণ ১১ বছরের চক্র মূলত সৌর ঝড়ের কারণ কিন্তু ভূমিকম্প জেকন সময় ঘটতে পারে। ভূমিকম্প যেহেতু ভূগর্ভের টেক্টনিক প্লেটের সরণের সাথে সম্পর্ক তাই ভূপৃষ্ঠের সৌর ঝড় বা চুম্বকীয় ঝড় কোন প্রভাব ফেলতে পারে বলে মনে হয় না।
মানুষ কি ভূমিকম্প সৃষ্টির কারণ হতে পারে? কিভাবে ভূমিকম্প প্রতিরোধ করা যায়?