অগ্নিশিখা এসো এসো
অগ্নিশিখা এসো এসো, আনো আনো আলো
দুঃখে সুখে ঘোরে ঘোরে গৃহ দ্বীপ জ্বালো।।
আনো শক্তি আনো দীপ্তি আনো শান্তি আনো তৃপ্তি
আনো স্নিগ্ধ ভালবাসা আনো নিত্য ভাল এসো পুণ্য পথ বেয়ে এসো হে কল্যাণী- শুভ সুপ্তি শুভ জাগরণ দেহো আনি
দুঃখ রাতে মাতৃ বেশে জেগে থাক নির্নিমেষে
আনন্দ উৎসবে তব শুভ্র হাসি ঢাল।।
৪ বৈশাখ ১৩৩০ (১৯২৩)
অগ্নিশিখা এসো এসোঃ ইউটিউব ভিডিও লিঙ্ক
রবীন্দ্র সঙ্গীত