অগ্নি বীণা বাজাও তুমি কেমন করে
আকাশ কাঁপে তারার আলোর গানের ঘোরে
তেমনি করে আপন হাতে ছুলে আমার বেদনাতে
নতুন সৃষ্টি জাগল বুঝি জীবন পরে
বাজে বলেই বাজাও তুমি সেই গরবে
ওগো প্রভু আমার প্রাণে সকল সবে
বিষম তোমার বহ্নি ঘাতে বারে বারে আমার রাতে
জ্বালিয়ে দিলে নতুন তারা ব্যথ্যায় ভরে।।
১৩ আশ্বিন ১৩২১ (১৯১৪)
More Stories
সুন্দরবন কেন এতো উপকারী
ভূমিকম্প প্রতিরোধে করণীয়
প্লেগ রোগের উৎপত্তি কোথায়: ইতিহাসের ভয়াবহ ব্লাক ডেথ প্লেগ মহামারী