colorgeo.com

Disaster and Earth Science

অগ্নি বীণা বাজাও তুমি কেমন করে

অগ্নি বীণা বাজাও তুমি
 

 

 

অগ্নি বীণা বাজাও তুমি কেমন করে

আকাশ কাঁপে তারার আলোর গানের ঘোরে

তেমনি করে আপন হাতে ছুলে আমার বেদনাতে

নতুন সৃষ্টি জাগল বুঝি জীবন পরে

বাজে বলেই বাজাও তুমি সেই গরবে

ওগো প্রভু আমার প্রাণে সকল সবে

বিষম তোমার বহ্নি ঘাতে বারে বারে আমার রাতে

জ্বালিয়ে দিলে নতুন তারা ব্যথ্যায় ভরে।।

১৩ আশ্বিন ১৩২১ (১৯১৪)