Colorgeo

Disaster Earth Science Career Tips Scholarships

Spread the love

বর্তমানে দেশে ও পার্শ্ব বরতি দেশ ভারতে দেখা যায় যে অনলাইন ভিত্তিক কিছু নিউজ এর ভিতরের কন্টেন্ট আর টাইটেলে কোন মিল নাই। এসব খবর পড়তে গেলে হামেশাই বিরক্ত হতে হয় । সময় নষ্ট। তাই এসব দেখার যেন কেউ নাই। সাইবার ক্রাইম বিভাগ যদি এসব বিষয়ে খবর এর বিষয়ে কঠোর নিয়ম করে দিত তবে মানুষ এসব অনলাইন নিউজ থেকেও ভাল কোন কিছু জানতে পারত।  সঠিক শিরোনাম ও সঠিক সত্য খবর দিয়ে সকল খবর প্রকাশিত হওয়া দরকার।