অনেক কথা বলেছিলাম কবে তোমার কানে কানে
কত নিশীথ অন্ধকারে কত গোপন গানে গানে
সে কি তোমার মনে আছে তাই শুধাতে এলেম কাছে
রাতের বুকের মাঝে তারা মিলিয়ে আছে সকলখানে
ঘুম ভেঙ্গে তাই শুনি যবে দীপ নেভা মোর বাতায়নে
স্বপ্নে পাওয়া বাদল হাওয়া ছুটে আসে ক্ষণে ক্ষণে
বৃষ্টি ধারার ঝরঝরে ঝাউ বাগানের মর্মরে
ভিজে মাটির গন্ধে হটাত সেই কথা সব মনে আনে
আগ্রহায়ন ১৩২৯ (১৯২২)
More Stories
গণিতের সকল সূত্র একসাথে
কয়লা ও কালো শেলের মধ্যে 2 টি প্রধান পার্থক্য জানেন কি?
প্রফেসর মদন মোহন দে যে 4 টি কারনে শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন