অনেক কথা বলেছিলাম কবে তোমার কানে কানে
কত নিশীথ অন্ধকারে কত গোপন গানে গানে
সে কি তোমার মনে আছে তাই শুধাতে এলেম কাছে
রাতের বুকের মাঝে তারা মিলিয়ে আছে সকলখানে
ঘুম ভেঙ্গে তাই শুনি যবে দীপ নেভা মোর বাতায়নে
স্বপ্নে পাওয়া বাদল হাওয়া ছুটে আসে ক্ষণে ক্ষণে
বৃষ্টি ধারার ঝরঝরে ঝাউ বাগানের মর্মরে
ভিজে মাটির গন্ধে হটাত সেই কথা সব মনে আনে
আগ্রহায়ন ১৩২৯ (১৯২২)
Please follow and like us:
More Stories
অসীম সংসারে যার কেহ নাহি কাঁদিবার
অসীম ধন তো আছে তোমার তাহে সাধ না মেটে
অসীম কাল সাগরে ভুবন ভেসে চলেছে