colorgeo.com

Disaster and Earth Science

অনেক দিনের শূন্যতা মোর ভরতে হবে

অনেক দিনের শূন্যতা মোর

গীতিকার ও সুরকারঃ রবীন্দ্র নাথ ঠাকুর

শিল্পীঃ শ্রীকান্ত আচার্য

=======================

অনেক দিনের শূন্যতা মোর ভরতে হবে

মৌন বানীর তন্ত্র আমার জাগাও সুধারবে

বসন্ত সমীরে তোমার ফুল ফুটানো বানী

দিক পরানে আনি

ডাক তোমার নিখিল উৎসবে

মিলন শতদলে

তোমার প্রেমের অরূপ মূর্তি দেখাও ভুবন তলে

সবার সাথে মিলাও আমায় ভুলাও অহংকার 

খুলাও রুদ্ধুদার

পূর্ণ করো প্রণতি গৌরবে।।

===========================

৩ মাঘ ১৩৩৪ (১৯২৮)