গীতিকার ও সুরকারঃ রবীন্দ্র নাথ ঠাকুর
শিল্পীঃ ঋতা চক্রবর্তী
======================
অনেক দিয়েছ নাথ
আমায় অনেক দিয়েছ নাথ
আমার বাসনা তবু পুরিলনা
দিন দশা ঘুচিলনা অশ্রুবারি মুছিল না
গভীর প্রাণের তৃষা মিটিল না
দিয়েছ জীবন মন
প্রাণ প্রিয় পরিজন
সুধাস্নিগ্ধ সমীরণ নীলকান্ত অম্বর শ্যাম শোভা ধরণী
এতো যদি দিলে সখা আরও দিতে হবে হে
তোমারে না পেলে আমাই ফিরিবনা ফিরিবনা
===========================
ফাল্গুন ১২৯৩ (১৮৮৭)
More Stories
70+ অনুপ্রেরণামূলক উক্তি
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-2023 PDF
মূল্যবোধ কি সামাজিক ও ব্যক্তিগত মূল্যবোধ অবক্ষয়