colorgeo.com

Disaster and Earth Science

অন্তরের বানী তুমি বসন্তের মাধুরী উৎসবে

rabindra sangeet

অন্তরের বানী তুমি বসন্তের মাধুরী উৎসবে

আনন্দের মুখপাত্র পরিপূর্ণ করি দিবে কবে

বঞ্ছুলনি কুঞ্জ তলে সঞ্চরিবে লীলাচ্ছল

চঞ্চল অঞ্চল গন্ধে বনচ্ছায়া রোমাঞ্চিত হবে

মন্থর মঞ্জুল ছন্দে মঞ্জীরের গুঞ্জ কল্লোল

আন্দোলিবে ক্ষণে ক্ষণে অরণ্যের হৃদয় হিন্দোল

নয়ন পল্লবে হাসি হিল্ললি উঠিবে ভাসি

মিলন মল্লিকা মাল্য পরাইবে প্রাণবল্লভে।।

ফাল্গুন ১৩৩২ (১৯২৬)