অন্তরের বানী তুমি বসন্তের মাধুরী উৎসবে
আনন্দের মুখপাত্র পরিপূর্ণ করি দিবে কবে
বঞ্ছুলনি কুঞ্জ তলে সঞ্চরিবে লীলাচ্ছল
চঞ্চল অঞ্চল গন্ধে বনচ্ছায়া রোমাঞ্চিত হবে
মন্থর মঞ্জুল ছন্দে মঞ্জীরের গুঞ্জ কল্লোল
আন্দোলিবে ক্ষণে ক্ষণে অরণ্যের হৃদয় হিন্দোল
নয়ন পল্লবে হাসি হিল্ললি উঠিবে ভাসি
মিলন মল্লিকা মাল্য পরাইবে প্রাণবল্লভে।।
ফাল্গুন ১৩৩২ (১৯২৬)
Please follow and like us:
More Stories
অসীম সংসারে যার কেহ নাহি কাঁদিবার
অসীম ধন তো আছে তোমার তাহে সাধ না মেটে
অসীম কাল সাগরে ভুবন ভেসে চলেছে