অন্তরের বানী তুমি বসন্তের মাধুরী উৎসবে
আনন্দের মুখপাত্র পরিপূর্ণ করি দিবে কবে
বঞ্ছুলনি কুঞ্জ তলে সঞ্চরিবে লীলাচ্ছল
চঞ্চল অঞ্চল গন্ধে বনচ্ছায়া রোমাঞ্চিত হবে
মন্থর মঞ্জুল ছন্দে মঞ্জীরের গুঞ্জ কল্লোল
আন্দোলিবে ক্ষণে ক্ষণে অরণ্যের হৃদয় হিন্দোল
নয়ন পল্লবে হাসি হিল্ললি উঠিবে ভাসি
মিলন মল্লিকা মাল্য পরাইবে প্রাণবল্লভে।।
ফাল্গুন ১৩৩২ (১৯২৬)
More Stories
সুন্দরবন কেন এতো উপকারী
ভূমিকম্প প্রতিরোধে করণীয়
প্লেগ রোগের উৎপত্তি কোথায়: ইতিহাসের ভয়াবহ ব্লাক ডেথ প্লেগ মহামারী