গীতিকার ও সুরকারঃ রবীন্দ্র নাথ ঠাকুর
শিল্পীঃ শ্রাবণী সেন
অন্তরে জাগিছ অন্তর্যামী
তবু সদা দুরে ভ্রমিতেছি আমি
সংসার সুখ করেছি বরন
তবু আমি মম জীবন স্বামী
না জানিয়া পথ ভ্রমিতেছি পথে আপন গরবে অসীম জগতে
তবু স্নহনেত্র জাগে দ্রুব তারা
তব শুভ আশিস আসিচে নামি।।
ফাল্গুন ১৩০০ (১৮৯৪)
Please follow and like us:
More Stories
অসীম সংসারে যার কেহ নাহি কাঁদিবার
অসীম ধন তো আছে তোমার তাহে সাধ না মেটে
অসীম কাল সাগরে ভুবন ভেসে চলেছে