Colorgeo

Disaster Earth Science Career Tips Scholarships

অন্তরে জাগিছ অন্তর্যামী

শ্রাবণী সেন
Spread the love

গীতিকার ও সুরকারঃ রবীন্দ্র নাথ ঠাকুর

শিল্পীঃ শ্রাবণী সেন


অন্তরে জাগিছ অন্তর্যামী

অন্তরে জাগিছ অন্তর্যামী

তবু সদা দুরে ভ্রমিতেছি আমি 

সংসার সুখ করেছি বরন

তবু আমি মম জীবন স্বামী 

না জানিয়া পথ ভ্রমিতেছি পথে আপন গরবে অসীম জগতে

তবু স্নহনেত্র জাগে দ্রুব তারা 

তব শুভ আশিস আসিচে নামি।।

অন্তরে জাগিছ অন্তর্যামী


ফাল্গুন ১৩০০ (১৮৯৪)

অন্তরে জাগিছ অন্তর্যামী

রবীন্দ্র সঙ্গীত