গীতিকার ও সুরকারঃ রবীন্দ্র নাথ ঠাকুর
শিল্পীঃ Swagatalakshmi Dasgupta
অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাত
কখন তুমি এলে হে নাথ মৃদু চরনপাতে
ভেবেছিলেম জীবন স্বামী তোমায় বুঝি হারাই আমি
আমায় তুমি হারাবে না বুঝেছি আজ রাতে
যে নিশীথে আপন হাতে নিবিয়ে দিলেম আলো
তারি মাঝে তুমি তোমার দ্রুব তারা জ্বালো
তোমার পথে চলা যখন ঘুচে গেল দেখি তখন
আপনি তুমি আমার পথে লুকিয়ে চল সাথে
পৌষ ১৩১৮ (১৯১০-১৯১১)
More Stories
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-2023 PDF
মূল্যবোধ কি সামাজিক ও ব্যক্তিগত মূল্যবোধ অবক্ষয়
ডিপ ফেইক প্রযুক্তি আশীর্বাদ না অভিশাপ