গীতিকার ও সুরকারঃ রবীন্দ্র নাথ ঠাকুর
শিল্পীঃ Swagatalakhsmi Dasgupta
অন্ধ জনে দেহো আলো
অন্ধ জনে দেহো আলো মৃত জনে দেহো প্রাণ
তুমি করুণা মৃত সিন্ধু করো করুণাকণা দান
শুষ্ক হৃদয় মম কঠিন পাষাণ সম
প্রেম সলিলধারে সিঞ্ছহ শুষ্ক নয়ান
যে তোমারে ডাকে না হে তারে তুমি ডাকো ডাকো
তোমা হতে দুরে যে যায় তারে তুমি রাখ রাখ
তৃষিত যে জন ফিরে তব সুধা সাগর তীরে
জুড়াও তাহারে স্নেহ নীরে সুধা করাও হে পান
তোমারে পেয়েছিনু যে কখন হারানু অবহেলে
কখন ঘুমাইনু হে আধার হেরি আঁখি মেলে
বিরহ জানাইব কায় সান্ত্বনা কে দিবে হায়
বরষ বরষ চলে যায় হেরি নি প্রেম বয়ান
দরশন দাও হে দাও হে দাও হে দাও কাঁদে হৃদয় ম্রিয়মাণ।।
ফাল্গুন ১২৯২ (১৮৮৬)
More Stories
অলৌকিক ঘটনা: গাছ থেকে রক্ত বের হচ্ছে বিশ্লেষণ চন্দন প্রতাপ মাগুরা
গরিবের স্ট্যাটাসঃ অলীক ধারণা ও গল্প (মুহাম্মদ ইউনুসের বই থেকে)
নাইবা ঘুমালে প্রিয় রজনী এখনও বাকি