Colorgeo

Disaster Earth Science Career Tips Scholarships

অন্ধ জনে দেহো আলো মৃত জনে দেহো প্রাণ

Swagatalakhsmi Dasgupta
Spread the love

গীতিকার ও সুরকারঃ রবীন্দ্র নাথ ঠাকুর

শিল্পীঃ Swagatalakhsmi Dasgupta


অন্ধ জনে দেহো আলো

অন্ধ জনে দেহো আলো মৃত জনে দেহো প্রাণ

তুমি করুণা মৃত সিন্ধু  করো করুণাকণা দান

শুষ্ক হৃদয় মম কঠিন পাষাণ সম

প্রেম সলিলধারে সিঞ্ছহ শুষ্ক নয়ান

যে তোমারে ডাকে না হে তারে তুমি ডাকো ডাকো

তোমা হতে দুরে যে যায় তারে তুমি রাখ রাখ

তৃষিত যে জন  ফিরে তব সুধা সাগর তীরে

জুড়াও তাহারে স্নেহ নীরে সুধা করাও হে পান 

তোমারে পেয়েছিনু যে কখন হারানু অবহেলে

কখন ঘুমাইনু হে  আধার হেরি আঁখি মেলে

বিরহ জানাইব কায় সান্ত্বনা কে দিবে হায়

বরষ বরষ চলে যায় হেরি নি প্রেম বয়ান 

দরশন  দাও হে দাও হে দাও  হে দাও কাঁদে হৃদয় ম্রিয়মাণ।।

অন্ধ জনে দেহো আলো


ফাল্গুন ১২৯২ (১৮৮৬)

অন্ধ জনে দেহো আলো

রবীন্দ্র সঙ্গীত