একটা সময় আমরা ছিলাম
এক হৃদয়ের রঙ্গিন মানুষ
দিন গুলো সব রঙ্গিন ছিল
ভালবাসায় পূর্ণ বেহুশ।।
বিদায় দিলাম সুখ পাখিরে
দোষ দিয়ে তাই জিতব বলে
অপরাধী মাইয়া রে তুই
মন ভেঙ্গেছিস প্রেমের ছলে
ও মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে
আমার স্বপ্নে ঘেরা ভাল বাসা দে ফিরাইয়া দে
ও পোলা রে পোলা রে তুই অপরাধী রে
আমার যত্নে গড়া ভালবাসা দে ফিরাইয়া দে।।
বিশটি বছর পার হয়েছে
ছেড়ে অতীত সুখ
বিরহ নামে হৃদয় জুড়ে
ভাবলে প্রিয় মুখ
এখন আমার হৃদয় জুড়ে নতুন ভালবাসা
অতীত প্রেমের বেদন আমায় দিয়েছে নতুন আশা
নতুন করে পুরাণ মানুষ
নতুন নতুন সাজ
সত্যি বলি ভাল থেক
এই কামনা আজ
আমরা দুজন দুটি ঘরে দুটি সংসারে
কেউ জানে না আমরা এখন নতুন আসরে
নেই কোন আর পুরাণ কথা আমরা নতুন জন
লুকোচুরি করছি আবার মজাইয়া মন
ভালবাসা, ভালবাসা, ভালবাসার জয়
আনন্দ, প্রেম, শান্তি, সুখ আর নতুন সুখের ভয়।।
আমরা এখন দু জন মিলে বলতে পারি তাই
অতীত কোনো অতীত নাই আর সবই এই ক্ষণেই
ও মাইয়া ও নতুন মাইয়া নতুন ভাল বাসা
আমি তোমার নতুন পোলা নতুন স্বপন আশা
সমাপ্ত
More Stories
সুন্দরবন কেন এতো উপকারী
ভূমিকম্প প্রতিরোধে করণীয়
প্লেগ রোগের উৎপত্তি কোথায়: ইতিহাসের ভয়াবহ ব্লাক ডেথ প্লেগ মহামারী