অপারের কাণ্ডার নবিজী আমার
অপারের কাণ্ডার নবিজী আমার
ভজন সাধন বৃথা গেল আমার নবি না চিনে।
নবি আউয়াল আখের জাহের বাতেন
কখন কোন রুপ ধারন করেন কোনখানে।।
আসমান জমিন জলাদি পবন
যে নবির নূরেতে সৃৃৃজন।
কোথায় ছিল সে নবীজির আসন
নবি পুরুষ কি প্রকৃতি আকার তখনে।।
আল্লাহ নবি দুটি অবতার
গাছ বীজ দেখি যে প্রকার।
সুবুদ্ধিতে কর তার বিচার
গাছ বড় কি ফলটি বড় নাও জেনে।।
আত্ম তত্ত্বে ফাজেল যে জনা
সেই জানে নবির নিগুর কারখানা।
রাসুল রুপে প্রকাশ রব্বানা
লালন বলে দরবেশ সিরাজ সাইর গুনে।।
গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা- লালনগীতি lalon geeti
More Stories
Motivation Speech:জীবন সাজানোর ১টিই উপায়
70+ অনুপ্রেরণামূলক উক্তি
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-2023 PDF