অপারের কাণ্ডার নবজি আমার
ভজন সাধন বৃথা গেল আমার নবি না চিনে।
নবি আউয়াল আখের জাহের বাতেন
কখন কোন রুপ ধারন করেন কোনখানে।।
আসমান জমিন জলাদি পবন
যে নবির নূরেতে সৃৃৃজন।
কোথায় ছিল সে নবীজির আসন
নবি পুরুষ কি প্রকৃতি আকার তখনে।।
আল্লাহ নবি দুটি অবতার
গাছ বীজ দেখি যে প্রকার।
সুবুদ্ধিতে কর তার বিচার
গাছ বড় কি ফলটি বড় নাও জেনে।।
আত্ম তত্ত্বে ফাজেল যে জনা
সেই জানে নবির নিগুর কারখানা।
রাসুল রুপে প্রকাশ রব্বানা
লালন বলে দরবেশ সিরাজ সাইর গুনে।।
Please follow and like us:
More Stories
গবেষণা কি উৎসাহ নাই দেশে
Correction of Gravity Measurements: Bouguer Correction-Latitude Correction-Terrain Corrections-Free-Air Correction
স্মার্টফোন ও কম্পিউটার আসক্তি আপনার ক্ষতি করছে না তো?