অপারের কাণ্ডার নবজি আমার
ভজন সাধন বৃথা গেল আমার নবি না চিনে।
নবি আউয়াল আখের জাহের বাতেন
কখন কোন রুপ ধারন করেন কোনখানে।।
আসমান জমিন জলাদি পবন
যে নবির নূরেতে সৃৃৃজন।
কোথায় ছিল সে নবীজির আসন
নবি পুরুষ কি প্রকৃতি আকার তখনে।।
আল্লাহ নবি দুটি অবতার
গাছ বীজ দেখি যে প্রকার।
সুবুদ্ধিতে কর তার বিচার
গাছ বড় কি ফলটি বড় নাও জেনে।।
আত্ম তত্ত্বে ফাজেল যে জনা
সেই জানে নবির নিগুর কারখানা।
রাসুল রুপে প্রকাশ রব্বানা
লালন বলে দরবেশ সিরাজ সাইর গুনে।।
More Stories
গণিতের সকল সূত্র একসাথে
কয়লা ও কালো শেলের মধ্যে 2 টি প্রধান পার্থক্য জানেন কি?
প্রফেসর মদন মোহন দে যে 4 টি কারনে শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন