colorgeo.com

Disaster and Earth Science

অপেক্ষা

Kobita

মো: আহনাফ শাকিল (সেনা) চৌধুরী
——————————————-
তুমি বৃষ্টি হয়ে ফিরে এসো
আজ ভিজিয়ে দাও আমায়,
শুন্য হৃদয় পূর্ণ হউক
তোমার অফুরন্ত প্রণয়।
রং তুলিতে আঁকতে পারিনি
তোমার চাঁদ মুখের হাসি,
হৃদয় মাঝে রেখেছি হায়
তোমার অনন্য প্রতিচ্ছবি।
তোমায় ছুইতে ব্যর্থ আমি
হেটেছি অনেকটা সারণি,
তোমার জন্যই আজো বসে
অপেক্ষার শেষ হবে জানি।
তোমার মাঝে দেখি আমায়
অনুভবে তুমি থাকো যেন,
আমার নিঃশ্বাসের আনাগোনা
তোমার চরণ অবিরত।

মো: আহনাফ শাকিল (সেনা) চৌধুরী
নীলফামারী।

প্রকাশিত: বর্ণালী মাসিক ম্যাগাজিন-২য় সংখ্যা