Colorgeo

Classroom of Money and Wisdom for Earth Science

অবেলায় যদি এসেছ আমার বনে দিনের বিদায় ক্ষণে

Spread the love

গীতিকার ও সুরকারঃ রবীন্দ্র নাথ ঠাকুর

শিল্পীঃ Susmita Patra


অবেলায় যদি এসেছ আমার

অবেলায় যদি এসেছ আমার  বনে দিনের বিদায়  ক্ষণে

গেয়ো না গেয়ো না চঞ্চল গান ক্লান্ত এ সমীরণে

ঘন বকুলের ম্লান বীথিকায়

 শীর্ণ যে ফুল ঝরে ঝরে যায়

তাই দিয়ে হার কেন গাঁথা হায় লাজ বাসি তাই মনে

চেয়ো না চেয়ো না মোর দীনতায় হেলায় নয়ন কোনে 

এসো এসো কাল রজনী অবসানে প্রভাত আলোর দ্বারে

যেয়ো না যেয়ো না অকালে হানিয়া সকালের কলিকারে

এসো এসো যদি কভু সুসময় 

নিয়ে আসে তার ভরা সঞ্চয়

চির নবীনের যদি  ঘটে জয় সাজি ভরা হয় ধনে 

নিয়ো না নিয়ো না মোর পরিচয়

এ ছায়ার আবরণে।।

অবেলায় যদি এসেছ আমার


আষাঢ় ১৩৩২ (১৯২৫)

অবেলায় যদি এসেছ আমার

https://www.youtube.com/watch?v=veorL5lqXHI

রবীন্দ্র সঙ্গীত