colorgeo.com

Disaster and Earth Science

অয়ি বিষাদিনী বীণা আয় সখি গা লো সেই সব পুরনো গান

rabindra sangeet

অয়ি বিষাদিনী বীণা আয় সখি গা লো সেই সব পুরনো গান

বহুদিনের লূকান স্বপনে  ভরিয়া দে না লো আধার প্রাণ

হাঁ রে হত বিধি মনে পড়ে তোর সেই একদিন ছিল

আমি  আরয লক্ষ্মী এই হিমালয় এই বিনোদিনী বীণা করে লয়ে 

যে গান গেয়েছি সে গান শুনিয়া জগত চমকি উঠিয়াছিল

আমি অর্জুনেরে আমি যুধিষ্ঠিরে করিয়াছি স্তন দান

এই কোলে বসি বাল্মীকি করেছে পুণ্য রামায়ন গান

আজ অভাগিনী আজ অনাথিনী

ভয়ে ভয়ে ভয়ে লূকায়ে লুকায়ে নীরবে নীরবে কাঁদি

পাছে জননীর রোদন শুনিয়া একটি সন্তান উঠে রে জাগিয়া 

কাঁদিতে কেহ দেয় না বিধি

হায় রে বিধাতা জানে না তাহারা সে দিন গিয়াছে চলি

যে দিন মুছিতে বিন্দু অশ্রুধারা কত না করিত সন্তান আমার 

কত না শোণিত দিত ঢালি


১৮৭৮ খিঃ