অশান্তি আজ হানল একি দহন

অলকে কুসুম না দিয়ো শুধু শিথিল কবরী বাধিয়ো

Spread the love

অলকে কুসুম না দিয়ো শুধু শিথিল কবরী বাধিয়ো

কাজল বিহীন সজল নয়নে হৃদয় দুয়ারে ঘা দিয়ো 

আকুল আঁচিলে পথিক চরণে মরণের ফাঁদ ফাঁদিয়োনা

না  করিয়া বাদ মনে যাহা সাধ নিদয়া নীরবে সাধিয়ো

এসো এসো বীণা ভূষণেই দোষ নেই তাহে দোষ নেই

যে  আসে আসুক ঐ তব রূপ অযত্ন ছাদে ছাদিয়ো

শুধু হাসি খানি আঁখিকোণে হানি উতলা হৃদয় ধাঁদিয়ো।।

https://www.youtube.com/watch?v=yOpm4If6Jrg


জ্যৈষ্ঠ ১৩০৮( ১৯০১)

অলকে কুসুম না দিয়ো শুধু (Listen on Youtube)

 

 

 

Author: Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *