colorgeo.com

Disaster and Earth Science

অলি বার বার ফিরে যায় অলি বার বার ফিরে আসে

অলি বার বার ফিরে যায়

গীতিকার ও সুরকারঃ রবীন্দ্র নাথ ঠাকুর

শিল্পীঃ Iman Chakraborty


অলি বার বার ফিরে যায় অলি বার বার ফিরে আসে

তবে তো ফুল বিকাশে 

কলি ফুটিতে চাহে ফোটে না মরে লাজে মরে ত্রাসে 

ভুলি মান অপমান দাও মন প্রাণ নিশিদিন রহো পাশে

ওগো আশা ছেড়ে  তবু আশা রেখে দাও হৃদয় রতন আশে

ফিরে এসো ফিরে এসো বন মোদিত ফুল বাসে 

আজি বিরহ রজনী ফুল্ল কুসুম শিশির সলিলে ভাসে।।


১৮৮৮ খিঃ

অলি বার বার ফিরে যায় (Liesten on Youtube)