গীতিকার ও সুরকারঃ রবীন্দ্র নাথ ঠাকুর
শিল্পীঃ Iman Chakraborty
অলি বার বার ফিরে যায় অলি বার বার ফিরে আসে
তবে তো ফুল বিকাশে
কলি ফুটিতে চাহে ফোটে না মরে লাজে মরে ত্রাসে
ভুলি মান অপমান দাও মন প্রাণ নিশিদিন রহো পাশে
ওগো আশা ছেড়ে তবু আশা রেখে দাও হৃদয় রতন আশে
ফিরে এসো ফিরে এসো বন মোদিত ফুল বাসে
আজি বিরহ রজনী ফুল্ল কুসুম শিশির সলিলে ভাসে।।
১৮৮৮ খিঃ
Please follow and like us:
More Stories
অসীম সংসারে যার কেহ নাহি কাঁদিবার
অসীম ধন তো আছে তোমার তাহে সাধ না মেটে
অসীম কাল সাগরে ভুবন ভেসে চলেছে