Colorgeo

Disaster Earth Science Career Tips Scholarships

আকাঙ্ক্ষা

Spread the love

আকাঙ্ক্ষা

মোঃ শাহাদত ইসলাম অনিক
————————————-
আমার কাঁকড়ার ঠ্যাংয়ের মতো
হাতের লেখা দিয়ে চিঠি লিখে তোমায় প্রেম নিবেদন করবো?
নাকি সামনে এসে কম্পন সুরে
তোতলাতে তোতলাতে ভালবাসি বলবো?

তোমার সাথে প্রথম আলাপনে কি শুনতে চাও?
ভালবাসি?
তুমি সুন্দর?
নাকি প্রিয়তম বলে ডাক?
কি চাও তুমি,বলো?
“ভালবাসি”
এই কথাটা প্রথমে তুমি বলতে চাও?
নাকি আমার থেকে শুনতে চাও?
কি চাও বলো?
কি চাও তুমি?

বর্ষার কদম ফুল
নাকি বৃষ্টির দিনে হাতে হাত রেখে পথচলা?
খোপায় ফুল গেঁথে দিবো?
নাকি শীতের দিনে গায়ে চাদর জড়িয়ে দিবো?

কুয়াশার দিনে কুয়াশা ভরা ঘাসে পা মিলিয়ে হাটবে?
নাকি নীল প্রজাপতির ডানা ধরতে
দু হাতের ছোঁয়া অনুভব করবে?
কি চাও তুমি,বলো।

দু’জন জড়াজড়ি ঘুমে মগ্ন হওয়া?
নাকি আমি ঘুমিয়ে গেলে আমার নিশ্বাস শোনা?
বলো,তুমি কি চাও?

কি চাওয়াতে তোমার আনন্দ?
কি পাওয়াতে তোমার ভাল লাগা?
বলো,
আমি যে একটু শুনতে চাই।

বিনিময়ে তেমন কিছুই চাই না
শুধু দেখতে চাই তোমার মুখের সেই মনকাড়া হাসি।
তোমার মায়াবী চোখের ওপর থিসিস করতে চাই।

যখন বুকে আগলে রেখে তোমাকে
মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবো।

তখন তোমার পাগল করা চুলের সুবাসে
মাতাল হয়ে যেতে চাই।
তোমার টমেটোর মতো গাল দেখে
তোমাকে টমেটো বিবি বলে ডাকতে চাই।
মাঝেমাঝে ঐ টমেটোর মতো গালকে আদর করে টানতে চাই।

কখনো কখনো আমার জন্য একটু সবুজ শাড়ি পড়ে কপালে লাল টিপ দিয়ে মাথায় ঘোমটা দিয়ে এসে,
একটু আদুরে গলায় “ওগো” বলে ডেকো
আর একটু একটু আড় চোখে তাকিয়ে লজ্জা পেয়ো
আমার লজ্জাবতী বউটা।


মোঃ শাহাদত ইসলাম অনিক
ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ,
সেশন: ২০১৫-১৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়।
প্রকাশিত: বর্ণালী মাসিক ম্যাগাজিন (১ম সংখ্যা)