Colorgeo

Disaster Earth Science Career Tips Scholarships

আক্ষেপ

Spread the love

আক্ষেপ
রমন কুমার বিশ্বাস
======

এখন আমার নেইকো সূ শ্বাস ঘর ছেড়েছি তাই

আমারও তো  সাগর ছিল বাতাস পানির ঠাঁই

অজানা এক সৃষ্টি দুঃখে নিভে গেছে ওই

তাই ভেবোনা থাকবনা মুই দুঃখে চিরকাল

সূ শ্বাস নেই তো কি হয়েছে আছে হিমাচল

বাতাস নিব ধার করে যে থাকবে কিছুক্ষন

কাটবে আমার বাতাস হীনার দৈনদশার ক্ষন

জীবন ক্ষনে এমন দশা আসতে পারে প্রায়ই

তাই মেনেছি ভাবছি হবে জীবন আলোকময়

সুবাতাসের আকাল দেখে কেউ বা আসে হেসে

বায়ু ভর্তি ঠোঙ্গা নিয়ো ….দিলাম ভালবেসে

হটাৎ যদি মন মজে যায় মিথ্যা ছলনায়…..

নিশ্বাস আমার আর পাবো না বিদায় হবে ত্বরায়

জীবন পথে এ এক আসান ভীষণ জ্বালাময়

মনটা আমার ফুর্তি থাকে.. সুবাতাশই বয়

তবু দেখি মন ফেরে কি !  দিলাম এই বিচার!

সাগর পথে যাব চলে সু সময়  ফেরার

আক্ষেপ
আক্ষেপ