আনন্দ লোকে মঙ্গলা লোকে
আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর
মহিমা তব উদ্ভাসিত মহা গগন মাঝে
বিশ্ব জগত মনি ভূষণ বেষ্টিত চরণে
গ্রহ তারক চন্দ্র তপন ব্যকুল দ্রুত বেগে
করিছে পান করিছে স্নান অক্ষয় কিরণে
ধরণীর পর ঝরে নির্ঝর মোহন মধু শোভা
ফুল পল্লব গীতগন্ধ সুন্দর বরনে
বহে জীবন রজনীদিন চির নুতুন ধারা
করুণা তব অবিশ্রাম জনমে মরণে
স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ
কত সান্ত্বন করো বর্ষণ সন্তাপ হরণে
জগতে তব কী মহোৎসব বন্দন করে বিশ্ব
শ্রী সম্পদ ভুমাস্পদ নির্ভয়শরণে।।
ফাল্গুন ১২ ৯৯ ( ১৮৯৩)
More Stories
অলৌকিক ঘটনা: গাছ থেকে রক্ত বের হচ্ছে বিশ্লেষণ চন্দন প্রতাপ মাগুরা
গরিবের স্ট্যাটাসঃ অলীক ধারণা ও গল্প (মুহাম্মদ ইউনুসের বই থেকে)
নাইবা ঘুমালে প্রিয় রজনী এখনও বাকি