লালনগীতি
আপনার আপনি ফানা হলে
সে ভেদ জানা যাবে।
কোন নামে ডাকিলে তারে
হৃদাকাশে উদয় হবে।।
আরবি ভাষায় বলে আল্লাহ
ফারসিতে কয় খদাতালা।
গড বলিছে যীশুর চেলা
ভিন্ন দেশে ভিন্নভাবে।।
মনের ভাব প্রকাশিতে
ভাষার উদয় এ জগতে।
মনাতীত অধরে চিনতে
ভাষাবাক্য নাহি পাবে।।
আল্লাহ হরি ভজন পূজন
এ সকল মানুষের সৃজন।
অনামক চেনায় বচন
বাগেন্দ্রিয় না সম্ভবে।।
আপনাতে আপনি ফনা
হলে তারে যাবে জানা।
সিরাজ সাঁই কয় লালন কানা
সরূপে রুপ দেখ সংক্ষেপে।।
Please follow and like us:
More Stories
Bhola cyclone; the devasted Natural Disaster in Bangladesh in 1970
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে গুগলের শ্রদ্ধা জ্ঞাপন
Is asbestos a carcinogenic