Colorgeo

Classroom for Geology and Disaster

আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে

Spread the love

আপনার আপনি ফানা হলে সে ভেদ- লালনগীতি

আপনার আপনি ফানা হলে
সে ভেদ জানা যাবে।
কোন নামে ডাকিলে তারে
হৃদাকাশে উদয় হবে।।

আরবি ভাষায় বলে আল্লাহ
ফারসিতে কয় খদাতালা।
গড বলিছে যীশুর চেলা
ভিন্ন দেশে ভিন্ন ভাবে।।

মনের ভাব প্রকাশিতে
ভাষার উদয় এ জগতে।
মনাতীত অধরে চিনতে
ভাষাবাক্য নাহি পাবে।।

আল্লাহ হরি ভজন পূজন
এ সকল মানুষের সৃজন।
অনামক চেনায় বচন
বাগেন্দ্রিয় না সম্ভবে।।

আপনাতে আপনি ফনা
হলে তারে যাবে জানা।
সিরাজ সাঁই কয় লালন কানা
সরূপে রুপ দেখ সংক্ষেপে।।

আপনার আপনি ফানা হলে সে ভেদ

আপনার আপনি ফানা হলে সে ভে
আপনার আপনি ফানা হলে সে ভে