আপন ঘরের খবর নে না
আপন ঘরের খবর নে না ।
অনাসে দেখতে পাবি
কোনখানে সাইর বারামখানা।।
কমলকোঠা কারে বলি
কোন মোকাম তার কোথা গলি।
কোন সময় পড়ে ফুলি
মধু খায় সে অলিজনা।।
সুক্ষজ্ঞান যার ঐক্য মুখ্য
সাধকেরই উপলক্ষ।
অপরুপ তার বৃক্ষ
দেখলে চোখের পাপ থাকে না।।
শুক্ল নদীর সুখ সরবোর
তিলে তিলে হয় গো সাঁতার।
লালন কয় কীর্তিকর্মার
কীর্তিকর্মার কি কারখানা
More Stories
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-2023 PDF
মূল্যবোধ কি সামাজিক ও ব্যক্তিগত মূল্যবোধ অবক্ষয়
ডিপ ফেইক প্রযুক্তি আশীর্বাদ না অভিশাপ