Colorgeo

Classroom of Money and Wisdom for Earth Science

আপন ঘরের খবর নে না

Spread the love

আপন ঘরের খবর নে না

আপন ঘরের খবর নে না ।
অনাসে দেখতে পাবি
কোনখানে সাইর বারামখানা।।

কমলকোঠা কারে বলি
কোন মোকাম তার কোথা গলি।
কোন সময় পড়ে ফুলি
মধু খায় সে অলিজনা।।

সুক্ষজ্ঞান যার ঐক্য মুখ্য
সাধকেরই উপলক্ষ।
অপরুপ তার বৃক্ষ
দেখলে চোখের পাপ থাকে না।।

শুক্ল নদীর সুখ সরবোর
তিলে তিলে হয় গো সাঁতার।
লালন কয় কীর্তিকর্মার
কীর্তিকর্মার কি কারখানা

আপন ঘরের খবর নে না
আপন ঘরের খবর নে না

আপন ঘরের খবর নে না

https://www.youtube.com/watch?v=wlObAU1fMI8