আপন ঘরের খবর নে না ।
অনাসে দেখতে পাবি
কোনখানে সাইর বারামখানা।।
কমলকোঠা কারে বলি
কোন মোকাম তার কোথা গলি।
কোন সময় পড়ে ফুলি
মধু খায় সে অলিজনা।।
সুক্ষজ্ঞান যার ঐক্য মুখ্য
সাধকেরই উপলক্ষ।
অপরুপ তার বৃক্ষ
দেখলে চোখের পাপ থাকে না।।
শুক্ল নদীর সুখ সরবোর
তিলে তিলে হয় গো সাঁতার।
লালন কয় কীর্তিকর্মার
কীর্তিকর্মার কি কারখানা।।
More Stories
সুন্দরবন কেন এতো উপকারী
ভূমিকম্প প্রতিরোধে করণীয়
প্লেগ রোগের উৎপত্তি কোথায়: ইতিহাসের ভয়াবহ ব্লাক ডেথ প্লেগ মহামারী