Colorgeo

Disaster Earth Science Career Tips Scholarships

আমার এই পথ চাওয়াতেই আনন্দ

Spread the love

আমার এই পথ চাওয়াতেই আনন্দ

খেলে যায় রৌদ্র ছায়া বর্ষা আসে বসন্ত

কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে

খুশি রই আপন মনে বাতাস বহে সুমন্দ

সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা 

শুভক্ষণ হটাৎ এলে তখন পাবো দেখা 

ততখন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে 

ততক্ষণ রহি রহি ভেসে ভেসে আসে সুগন্ধ।।


১৭ব চৈত্র  ১৩১৮ ( ১৯১১-১৯১২)