Colorgeo

Disaster Earth Science Career Tips Scholarships

আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে

Spread the love

আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে

তোমার সুরে সুরে সুর মেলাতে

এক তারাটির একটি তারে গানের বেদন ব্যয়িতে নারে 

তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে

তোমার সুরে সুরে সুর মেলাতে 

এ তার বাঁধা কাছের সুরে ঐ বাঁশি যে বাজে দুরে

গানের লীলার সেই কিনারে যোগ দিতে কি সবাই  পারে

বিশ্ব হৃদয় পারাবারে রাগরাগিণীর জাল ফেলাতে 

তাম্র সুরে সুর মেলাতে


আষাঢ় ১৩২৬ (১৯১৯)

https://www.youtube.com/watch?v=wuHqtI-gNiI