Colorgeo

Disaster Earth Science Career Tips Scholarships

আয় তবে সহচরী হাতে হাত ধরি ধরি

Spread the love

আয় তবে সহচরী

আয় তবে সহচরী হাতে হাত ধরি ধরি

নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান

আন তবে বীণা

সপ্তম সুরে বাঁধ তবে তান

পাশরিব ভাবনা পাশরিব যাতনা

রাখিব প্রমোদে ভোরই দিবা নিশি মনো প্রাণ

আন তবে বীণা

সপ্তম সুরে বাঁধ তবে তান

ঢাল ঢাল শশধর

ঢাল ঢাল জোছনা

সমীরণ বহে যারে ফুলে ফুলে ঢলি ঢলি

উলসিত তটিনী

উথলিত গীত রবে খুলে দেরে মন প্রাণ।।

১২৮৬ বঙ্গাব্দ (১৮৮২)

আয় তবে সহচরী

রবীন্দ্র সঙ্গীত

আয় তবে সহচরী