আয় তবে সহচরী হাতে হাত ধরি ধরি
নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান
আন তবে বীণা
সপ্তম সুরে বাঁধ তবে তান
পাশরিব ভাবনা পাশরিব যাতনা
রাখিব প্রমোদে ভোরই দিবা নিশি মনো প্রাণ
আন তবে বীণা
সপ্তম সুরে বাঁধ তবে তান
ঢাল ঢাল শশধর
ঢাল ঢাল জোছনা
সমীরণ বহে যারে ফুলে ফুলে ঢলি ঢলি
উলসিত তটিনী
উথলিত গীত রবে খুলে দেরে মন প্রাণ।।
১২৮৬ বঙ্গাব্দ (১৮৮২)
Please follow and like us:
More Stories
আকাশ তোমায় কোন রূপে মন চিনতে পারে
আকাশ হতে আকাশ পথে হাজার স্রোতে
আকাশ আমায় ভরল আলোয় আকাশ আমি ভরব গানে