Colorgeo

Classroom for Geology and Disaster

ইকো ট্যুরিজম

Spread the love

ইকো ট্যুরিজম লাইভ প্রোগ্রাম 🥰🥰

আমাদের সাথে এবারের লাইভে রয়েছেন তিনজন গুনী ব্যক্তিত্ব।
তারিখ ১৩/০৬/২০২১, রাত ৮.৩০ মিনিট।
Six Seasons Travelers (SST) এর অফিসিয়াল পেইজে লাইভ টি অনুষ্ঠিত হবে।

আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে থাকবেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের মাননীয় ডিন অধ্যাপক ড. আহমেদ পারভেজ স্যার।

বিশেষ অতিথি হিসেবে থাকবেনঃ


মোঃ শামসুজ্জোহা স্যার (Md Shamsuzzoha) , সহযোগী অধ্যাপক (শিক্ষা ছুটি), ইমার্জেন্সী ম্যানেজমেন্ট বিভাগ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
এবং
ড. রমন কুমার বিশ্বাস স্যার (Raman Biswas )
সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান
ডিজাস্টার রেজিলিয়েন্সি এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আমাদের প্রোগ্রামে থাকার সদয় সম্মতি জ্ঞাপন করায় আমরা আমাদের প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয়দের কাছে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অতিথিবৃন্দ ইকো-ট্যুরিজম এর উপর আলোচনা করবেন, জাপানে তাদের বিভিন্ন ভ্রমন অভিজ্ঞতা শেয়ার করবেন ও আমাদের জন্য জাপানে ট্যুরের সম্ভাবনা নিয়ে কথা বলবেন৷

এ ছাড়াও Six Seasons Travelers ও এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলবেন সিক্স সিজনস ট্রাভেলার্স এর সহ-প্রতিষ্ঠাতা মোঃ ফুয়াদ হাসান (Md Fuad Hasan)।

গুরুত্বপূর্ণ এই প্রোগ্রামটি সঞ্চালনা করবেন আমাদের সবার প্রিয় ইসরাত জাহান বুশরা (Israt Jahan Bushra)

ইকো ট্যুরিজম

জিজ্ঞাসা

  1. ট্যুরিস্টদের কিভাবে ইকো-ট্যুরিজম এর ব্যাপারে উদ্ভুদ্ধ করা যায়? 
  2. জাপানে বাংলাদেশী ট্যুরিস্টদের আনাগোনা কেমন ও বাংলাদেশী স্টুডেন্টদের ট্যুরে কোন অতিরিক্ত সুবিধা আছে কি না? 
  3. ইকো-ট্যুরিজম বাস্তবায়নে কাদের বেশি ভূমিকা পালন করা উচিৎ? আপনার মতামত যদি বলতেন। 
  4. আপনার শ্রেষ্ঠ ভ্রমন অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করতেন?
  5. আমাদের একজন অভিভাবক হিসেবে সিক্স সিজনস ট্রাভেলার্স এর জন্য আপনার কি পরামর্শ থাকবে.?