Colorgeo

Disaster Earth Science Career Tips Scholarships

করি মানা কাম ছাড়েনা মদনে

Spread the love

করি মানা কাম ছাড়েনা মদনে

করি মানা কাম ছাড়েনা মদনে
প্রেম রসিকা হব কেমনে।।

এই দেহেতে মদন রাজা করে কাচারি
কর আদায় করে লয়ে যায় হুজুরি।
মদন তো দুষ্টু ভারি তারে দাও তহশিলদারি
করে সে মুনশিগিরি গোপনে ।।

চোর দিয়ে চোর ধরাধরি একি কারখানা
আমি তাই জিজ্ঞাসিলে তুমি বলো না।
সাধু থাকে চেতন ঘরে চোর সব পালায় ডরে
নইলে চোর লয়ে যাবে কোনখানে।।

অধিন লালন বিনয় করে সিরাজ সাঁই এর পায়
স্বামী মারিলে লাথি নালিশ জানাব কোথায়।
তুমি মোর প্রানপতি কি দিয়ে রাখবো রতি
কেমনে হব সতী চরণে।।

করি মানা কাম ছাড়েনা মদনে

 

করি মানা কাম ছাড়েনা মদনে
করি মানা কাম ছাড়েনা মদনে

গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা- লালনগীতি lalon geeti

https://www.youtube.com/watch?v=NUxV7jTfd9A