গুরুর চরণ অমূল্য ধন
বাঁধো ভক্তি রসে।
মানব জনম সফল হবে
গুরুর উপদেশে।।
হিংসা নিন্দা তমঃ ছাড়ো
মরার আগেতে মরো।
তবে যাবে ভবপারে
ঘুচবে মনের দিশে।।
ষোলকলা পূর্ণরতি
হতে হবে ভাবপ্রকৃতি
গুরু দেবেন পূর্ণরতি
হৃদকমলে বসে।।
পারাপারের খাবর জানো
মহর গুরুকে মানো।
লালন কয় ভাবছো কেন
পড়ে মায়ার ফাঁসে।।
More Stories
গণিতের সকল সূত্র একসাথে
কয়লা ও কালো শেলের মধ্যে 2 টি প্রধান পার্থক্য জানেন কি?
প্রফেসর মদন মোহন দে যে 4 টি কারনে শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন