Colorgeo

Disaster Earth Science Career Tips Scholarships

গুরুর চরণ অমূল্য ধন

Spread the love

গুরুর চরণ অমূল্য ধন

গুরুর চরণ অমূল্য ধন
বাঁধো ভক্তি রসে।
মানব জনম সফল হবে
গুরুর উপদেশে।।

হিংসা নিন্দা তমঃ ছাড়ো
মরার আগেতে মরো।
তবে যাবে ভবপারে
ঘুচবে মনের দিশে।।

ষোলকলা পূর্ণরতি
হতে হবে ভাবপ্রকৃতি
গুরু দেবেন পূর্ণরতি
হৃদকমলে বসে।।

পারাপারের খাবর জানো
মহর গুরুকে মানো।
লালন কয় ভাবছো কেন
পড়ে মায়ার ফাঁসে।।

গুরুর চরণ অমূল্য ধন
গুরুর চরণ অমূল্য ধন

গুরুর চরণ অমূল্য ধন

গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা- লালনগীতি lalon geeti

তিন পাগলে হলো মেলা নদেয় এসে