গুরুর চরণ অমূল্য ধন
গুরুর চরণ অমূল্য ধন
বাঁধো ভক্তি রসে।
মানব জনম সফল হবে
গুরুর উপদেশে।।
হিংসা নিন্দা তমঃ ছাড়ো
মরার আগেতে মরো।
তবে যাবে ভবপারে
ঘুচবে মনের দিশে।।
ষোলকলা পূর্ণরতি
হতে হবে ভাবপ্রকৃতি
গুরু দেবেন পূর্ণরতি
হৃদকমলে বসে।।
পারাপারের খাবর জানো
মহর গুরুকে মানো।
লালন কয় ভাবছো কেন
পড়ে মায়ার ফাঁসে।।
গুরুর চরণ অমূল্য ধন
গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা- লালনগীতি lalon geeti
More Stories
Motivation Speech:জীবন সাজানোর ১টিই উপায়
70+ অনুপ্রেরণামূলক উক্তি
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-2023 PDF