Colorgeo

Disaster Earth Science Career Tips Scholarships

চাঁদ ধরার ফাঁজান রে মন

Spread the love

চাঁদ ধরার ফাঁজান রে মন- লালনগীতি

চাঁদ ধরার ফাঁদ জান না রে মন
লেহাজ নাই তোমার নাচানাচি সার
একবার লাফ দিয়ে ধরতে চাও গগন।।
সামান্যে রসের মর্ম পাবে কে
কেবল প্রেমরসের রসিক সে।
সে প্রেম কেমন, কর নিরুপন
প্রেমের সন্ধি জেনে থাক চেতন।।


ভক্তিপাত্র আগে কর নির্নয়
মুক্তিদাতা এসে তাতে বারাম দেয়।
নইলে হবে না প্রেম উপাসনা
মিছে জল সেচিয়ে হবে মরন।।
মুক্তিদাতা আছে নয়নের অজান
ভক্তিপাত্র সিঁড়ি দেখ বর্তমান।
মুখে গুরু বল, সিঁড়ি ধরে চল
সিঁড়ি ছাড়লে ফাঁকে পড়বি লালন।।

চাঁদ ধরার ফাঁজান রে মন

চাঁদ ধরার ফাঁজান রে মন
চাঁদ ধরার ফাঁজান রে মন

চাঁদ ধরার ফাঁজান রে মন

লালন গীতি