Table of Contents
Toggle Table of Contentচিরদিন জল ছেঁচে মোর
জল ছাড়ে না এ ভাঙ্গা নায়।
এক মালা জল ছেঁচতে গেলে
তিন মালা যোগায় তেতালায়।।
ছুতোর বেটার কারসাজিতে
জনম তরীর ছাদ মারা নয় ।
তরীর আশেপাশে কাষ্ঠ সরল
মেজেল কাঠ গড়েছে তলায়।।
আগায় মোর মন সর্বক্ষণ
বসে বসে চোকম খেলায়।
আমার দশা তলা ফাঁসা
জল ছেঁচা সার গুদড়ী গলায়।।
মহাজনের অমূল্য ধন
মারা গেল ডাকনি জোলায়।
লালন বলে মোর কপালে
কি হবে নিকাশের বেলায়।
More Stories
গণিতের সকল সূত্র একসাথে
কয়লা ও কালো শেলের মধ্যে 2 টি প্রধান পার্থক্য জানেন কি?
প্রফেসর মদন মোহন দে যে 4 টি কারনে শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন