তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে
তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে
এ আগুন ছড়িয়ে গেল সব খানে
যত সব মরা গাছের ডালে ডালে
নাচে আগুন তালে তালে রে
আকাশে হাত তোলে সে কার পানে
আঁধারের তারা যত অবাক হয়ে রয় চেয়ে
কোথাকার পাগল হাওয়া ববয় ধেয়ে
নিশীথের বুকের মাঝেএই যে অমল
উঠল ফুটে স্বর্ণ কমল রে
আগুনের কি গুণ আছে কে জানে
More Stories
অলৌকিক ঘটনা: গাছ থেকে রক্ত বের হচ্ছে বিশ্লেষণ চন্দন প্রতাপ মাগুরা
গরিবের স্ট্যাটাসঃ অলীক ধারণা ও গল্প (মুহাম্মদ ইউনুসের বই থেকে)
নাইবা ঘুমালে প্রিয় রজনী এখনও বাকি