colorgeo.com

Disaster and Earth Science

তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে

তুমি যে সুরের আগুন

তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে 

এ আগুন ছড়িয়ে গেল সব খানে

যত সব মরা গাছের ডালে ডালে

নাচে আগুন তালে তালে রে

আকাশে হাত তোলে সে কার পানে 

আঁধারের তারা যত অবাক হয়ে রয় চেয়ে

কোথাকার পাগল হাওয়া ববয় ধেয়ে

নিশীথের বুকের মাঝেএই যে অমল

উঠল ফুটে স্বর্ণ কমল রে

আগুনের কি গুণ আছে কে জানে