Colorgeo

Classroom for Geology and Disaster

তুমি শুধু তুমি

Spread the love

তুমি শুধু তুমি

প্রিয়াংকা গাঙ্গুলী
———————-
হৃদয়ের ছন্দ তুমি
শিশিরের গন্ধ তুমি,
তিমিরের আলো তুমি
প্রদীপের কালো তুমি।

জোছনার কলঙ্ক তুমি
অমাবশ্যার মাধুর্য তুমি,
শুভ্র কাশবনের বেদনা তুমি
রক্তজবার রুক্ষতা তুমি।

তুলো মেঘের ছায়া তুমি
শিলাবৃষ্টির ঐকতান তুমি
দুই চোখের পাতা তুমি।

প্রথম ভুল তুমি,
পাগলামির শাস্তি তুৃমি,
হাজার মন্দের ভালো তুমি।

কোকিল- কণ্ঠের গান তুমি
উড়ন্ত চিলের ডানা তুমি,
ক্ষুধার্ত কাকের কান্না তুমি।

আঙুলের ইশারা তুমি,
ঠোঁটের নরম পেশি তুমি,
জীবনের রঁজন তুমি,
দু’হাতের বন্ধন তুমি।
তুমি, শুধু তুমি।

তুমি শুধু তুমি

প্রিয়াংকা গাঙ্গুলী
প্রথম বর্ষ,
শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, গোপালগঞ্জ।

প্রকাশিত: ‘বর্ণালী’ মাসিক ম্যাগাজিন, অক্টোবর সংখ্যা, ২০২০

তুমি শুধু তুমি

তুমি শুধু তুমি