দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে
আমার সুর গুলি পায় চরণ আমি পাই নে তোমারে
বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তরী
এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে
তোমার সাথে গানের খেলা দুরের খেলা যে
বেদনাতে বাঁশি বাঁজায় সকল বেলা যে
কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি
আনন্দ ময় নীরব রাতের নিবিড় আঁধারে
ফাল্গুন ১৩২০ (১৯১৪)
Please follow and like us:
More Stories